জাতীয় সঙ্গীত/ আমার সোনার বাংলা - National Anthem of Bangladesh / Amar Sonar Bangla Lyrics

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি
চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস,
                ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি                          ।।


ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে,
                          মরি হায়, হায় রে---
ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে, আমি কি দেখেছি মধুর হাসি   ।।


কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো---
কী আঁচল বিছায়েছ বতের মূলে, নদীর কূলে কূলে।
মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো
                                  মরি হায়, হায় রে---
মা, তোর বদনখানি মলিন হলে, ও মা, আমি নয়ন জলে ভাসি   ।।


তোমার এই খেলাঘরে শিশুকাল কাটিল রে,
তোমারি ধূলামাটি অঙ্গে মাখি ধন্য জীবন মানি।
তুই দিন ফুরালে সন্ধ্যাকালে কী দীপ জ্বালিস ঘরে,
                            মরি হায়, হায় রে---
তখন খেলাধুলা সকল ফেলে, ও মা, তোমার কোলে ছুটে আসি    ।।


ধেনু-চরা তোমার মাঠে, পারে যাবে খেয়াঘাটে,
সারাদিন পাখি-ডাকা ছায়ায়-ঢাকা তোমার পল্লীবাটে,
তোমার ধানে-ভরা আঙিনাতে জীবনের দিন কাটে,
                                 মরি হায়, হায় রে---
ও মা, আমার যে ভাই তারা সবাই, ও মা, তোমার রাখাল তোমার চাষি   ।।


ও মা, তোর চরণেতে দিলেম এই মাথা পেতে-
দে গো তোর পায়ের ধূলা, সে যে আমার মাথার মানিক হবে।
ও মা, গরিবের ধন যা আছে তাই দিব চরণতলে,
                                     মরি হায়, হায় রে-
ও মা, পরের ঘরে কিনব না, মা, তোর ভূষণ ব'লে গলার ফাঁসি              ।।       



পছন্দের গানের Lyrics পেতে Email করুন।
Email: ttarunahmed@gmail.com


Comments

  1. ভালো লাগার একটি গান। নতুন পোস্ট করে সব সময় আমাদের সাথে থাকবেন আশা করি। ইংরেজি গানের লিরিক্স খুঁজে থাকলে ভিজিট করতে পারেন songsandlyricszone এবং বাংলা ভ্রমণ কবিতা এবং প্রযুক্তি বিষয়ক পোস্ট পড়তে নতুন এই ব্লগটি ঘুরে আসতে পারেন articlecollagebd

    ReplyDelete

Post a Comment