বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সংক্ষিপ্ত জীবনী
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন অতুলনীয় ও সর্বতোমুখী প্রতিভার অধিকারী। কবিতা ছাড়াও ছোটগল্প, উপন্যাস, নাতক, প্রবন্ধ, সমালোচনা, পত্রসাহিত্য, রম্যরচনা, ভ্রমণকাহিনী, সঙ্গীত প্রতিটি বিভাগেই তার অসামান্য প্রতিভার বিরল পরিচয় পাওয়া যায়। এ ছাড়াও তিনি ছিলেন অনন্য চিত্রশিল্পী; সাহিত্য পত্রিকার সম্পাদক ও দক্ষ শিক্ষা সংগঠক। 'শান্তি নিকেতন' ও 'বিশ্বভারতী' তারই অবদান। মাত্র ১৫ বছর বয়সে তাঁর প্রথম কাব্য "বনফুল" প্রকাশিত হয়। আর ১৯১৩ সালে বিশ্বের শ্রেষ্ঠ কবির মর্যাদা নিয়ে তিনি এশীয়দের মধ্যে সর্বপ্রথম সাহিত্যে 'নোবেল' পুরস্কার পান। বাংলা ছোটগল্পের পথিকৃৎ তিনি। রবীন্দ্রনাথের জন্ম কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে ১৮৬১ সালের ৭ই মে, বাংলা ২৫শে বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দে এবং মৃত্যু ১৯৪১ সালের ৭ই আগস্ট, বাংলা ২২শে শ্রাবণ, ১৩৪৮ বঙ্গাব্দে।
আপনার পছন্দের গানের জন্য Email করুন।
Email: ttarunahmed@gmail.com
আপনার পছন্দের গানের জন্য Email করুন।
Email: ttarunahmed@gmail.com
Aro boro hole valo hoto.
ReplyDelete