Skip to main content

Posts

Featured

যখন পড়বে না মোর / Jokhon Porbena Mor

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না মোর খেয়াতরী এই ঘাটে, চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনাগোনা এই হাটে– তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে। যখন জমবে ধুলা তানপুরাটার তারগুলায়, কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায়, আহা, ফুলের বাগান ঘন ঘাসের পরবে সজ্জা বনবাসের, শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধারগুলায়– তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে। তখন এমনি করেই বাজবে বাঁশি এই নাটে, কাটবে দিন কাটবে, কাটবে গো দিন আজও যেমন দিন কাটে, আহা, ঘাটে ঘাটে খেয়ার তরী এমনি সে দিন উঠবে ভরি– চরবে গোরু খেলবে রাখাল ওই মাঠে। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে। তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি। সকল খেলায় করবে খেলা এই আমি– আহা, নতুন নামে ডাকবে মোরে, বাঁধবে নতুন বাহু- ডোরে, আসব যাব চিরদিনের সেই আমি। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে। +1 Add as Friend

Latest posts

কোথাও আমার হারিয়ে যাওয়ার - Kothao Amar Hariye Jaoar

বাংলার মাটি, বাংলার জল - Banglar Mati Banglar Jol Lyrics

আমি তোমার প্রেমে হব সবার কলঙ্কভাগী - Ami Tomar Preme Hobo Kolongkovagi Lyrics

আমি চিনি গো চিনি তোমারে - Ami Chini Go Chini Tomare Lyrics

আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে - Amar Hiyar Majhe Lukiye Chile Lyrics

আমার এই পথ-চাওয়াতেই আনন্দ - Amar Ei Poth Chaoatei Ananda Lyrics

আজি ঝরো ঝরো মুখর বাদলদিনে - Aji Jhoro Jhoro Mukhoro Badol Dine Lyrics

আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি - Aji Bangla Desher Ridoy Hote Kokhon Apni Lyrics

সার্থক জনম আমার জন্মেছি এই দেশে - Sarthok Jonom Amar Jonmechi Ei Deshe Lyrics

জাতীয় সঙ্গীত/ আমার সোনার বাংলা - National Anthem of Bangladesh / Amar Sonar Bangla Lyrics