আমি তোমার প্রেমে হব সবার কলঙ্কভাগী - Ami Tomar Preme Hobo Kolongkovagi Lyrics
আমি তোমার প্রেমে হব সবার কলঙ্কভাগী।
আমি সকল দাগে হব দাগি॥
তোমার পথের কাঁটা করব চয়ন, যেথা তোমার ধুলার শয়ন
সেথা আঁচল পাতব আমার- তোমার রাগে অনুরাগী॥
আমি শুচি-আসন টেনে টেনে বেড়াবনা বিধান মেনে,
যে পঙ্কে ওই চরণ পড়ে তাহারি ছাপ বক্ষে মাগি॥
আমি সকল দাগে হব দাগি॥
তোমার পথের কাঁটা করব চয়ন, যেথা তোমার ধুলার শয়ন
সেথা আঁচল পাতব আমার- তোমার রাগে অনুরাগী॥
আমি শুচি-আসন টেনে টেনে বেড়াবনা বিধান মেনে,
যে পঙ্কে ওই চরণ পড়ে তাহারি ছাপ বক্ষে মাগি॥
Comments
Post a Comment